বিশ্বাস প্রয়োজন
- প্রবীর রায়

সন্তান সদা পদানত, অগ্রগতির অমূল্য সম্পদ,
শিশুটি দিনভর শ্রমের পর ক্লান্ত, মুখভার, চিৎকার,
মুড ফেরাতে কখনো গিফট কখনোবা প্রাকৃতিক ভ্রমণ,
নিত্য একটাই রুটিন, ফাঁকে কান্না-হাসি-খেলাধুলা,
প্রায়ই কপালে জুটত বকাঝকা, হঠাৎই উৎসাহ অদৃশ্য,
আদর,শাসন ও হাতছানি দেয়,স্বাভাবিকতা ফেরাতে বিলম্ব,
আপাতভাবে কার্যকারী,কারণটা বোঝার অপেক্ষা,সুদৃষ্টিতে,
সন্তানের উপকরণ গুরুত্বহীন তাদের কাছে,বাস্তব চিত্রে মানসিক রোগী,
গুরুজনের অবিশ্বাস, আঁধারে ঠেলে দেয় শিশুমনকে,
চাক্ষুষ দর্শন তথ্যচিত্র, স্পর্শের অ্যানিমেশন ফিল্ম বার্তা,
দেশ-কাল-জাতি নির্বিশেষে অগণিত বিরল শিশু,
কারণ শিশুরা সহজ টার্গেট, বিষাক্ত জিভের ফণায়,
তারা ভীত,অসহায়,লাজুক,অপ্রতিবাদী,তাই বিশ্বাস জীবনের সক্ষম গতি,।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।