একরত্তির কান্না
- প্রবীর রায়

চার বছরের একরত্তি,
সয় কঠোর যাতনা,
মাতৃ কোলে রক্তধারা,
' বাঁচাতে মিছে শান্তনা,
ঘাতকের আঘাত ভয়াবহ,
যৌনে খেলেছে পিশাচ,
স্তব্ধ ধরার চতুর্দিক,
অপরাধী মত্ত দারু-নাচ,
নেতা পুলিশ আকবারেতে,
ছায় যে মিনিটে খ্যাতি,
"মা ব্যথা করছে"পারছিনা,
একটাই বুলি,পুড়ছে বিরহে ছাতি,
রাত পেরোলো ছটফটিয়ে,
মা বিছানার পাশে,
গুরু-বন্ধু-প্রতিবেশি,
একলা পেয়ে গ্রাসে,
নিরাপত্তা নামেই শুধু,
নিজ গৃহেও কেউটে,
নিত্য নতুন একরত্তি,
বাড়ছে দেশের পেটে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।