নারীর শত্রু নারী
- প্রবীর রায়
নারীও আজ নারীর শত্রু,বিষাক্ত নিশ্বাস, সৃষ্টির বিনাশ,
ছোট্ট অসহায় একলা শিশু,পিতৃহীন,ভাঙা কুপির ঘরে বাস,
অনেক লাঞ্ছনা-ব্যথা সয়ে,তেরটি বছর অতিক্রান্ত,স্বপ্ন ভাজে,
এরই মাঝে নির্যাতন,অপবাদ,ভীত-লাজুক অসভ্য খেকো সমাজে,
অবশেষে দেহত্যাগ,দহন,আত্মহত্যা,পুলিশ-আদালত-খবর,
একটি চিরকুট,বেদনার্ত স্মৃতি,পাড়াতে সাবেকিয়ানা,কাহিনী বর্বর,
চক্রান্ত,রহস্য,কুসংস্কার,জল্পনা,দেহ অবর্তমান,গল্প চলমান,
বেহায়া,বৈশ্যা,ডাইনী,পতিতা অপবাদ,পুরস্কৃত উপাধি বহমান,
দোষ কার?সেই মেয়েটির নাকি সমাজের?প্রশ্নের কারাবাস,
মা নামটি যন্ত্রণার,বয়সটা সমাজের অভিশাপ,পরিণতি নাশ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।