অভিভাবকের কর্তব্য
- প্রবীর রায়
শিশুর সুরক্ষিত বাসা পিতা-মাতার কোল,বাকিটা কাঁটা পথ,
তারাই বন্ধু,আত্মীয়,বহমান চিড়িয়াখানার নিত্য সঙ্গী সর্বদা,
আচরণ পরিবর্তনে তারাই মার্গ দর্শনকারী, পথ প্রদর্শক বাস্তবের,
তারাই নিরাপত্তারক্ষী,বজ্র আঁটুলির ফাঁকে মাসুল দিচ্ছে ক্ষুদে শিশুরা,
স্কুল-টিউশন-গারি-বাসগৃহে,সমস্ত ব্রহ্মাণ্ডের গলি রক্তে ভাসছে,
শিশুবয়সে অসংখ্য আত্মীয়ের হাতে অন্তত একবার ধর্ষণ হতে হচ্ছে,
কখনো প্রকাশ্যে,কখনো লুকিয়ে পিষ্ট হচ্ছে ভবিষ্যৎ, অভিভাবকের মুখোশে,
শৌচাগারে নজরদারির গাফিলতি,সি.সি ক্যামেরার ব্ল্যাকমেল,
দায়িত্বে-ভ্রুক্ষেপহীন,ফল-সংকট,শিকারির হুঙ্কারে ছলচাতুরী,
অজুহাতের ছক,মোমের মিছিল,শব্দের র্যালি প্রত্যহ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।