বেক্সিমকো
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বেক্সিমকো গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম
চাকুরীর আশায়,
একটা চাকুরী হবে বলে।
.
শত শত যুবক-যুবতীর দল লাইনে বেঁধে আছে
অপারেটর, হেল্পার,কোয়ালিটি
বলে হাঁক ছাড়ছে এমডিন
প্রায় সবাই জীর্ণশীর্ণ
কারো চোখের নিচে কালো দাগ পড়ে আছে।
.
অবশেষে চাকুরী হলো আমার
ও কিছু যুবক যুবতীদের,
ভিতরে যেন কুকুর বাস করে
গারর্মেন্টেস'র প্রত্যেক সুপারভাইজার,ইনজার্জ, জিএম
সবাই এক প্রকার কুকুর।
.
বিশেষ করে নারী'রা কুকুরের লালসার শিকার হয়
মাঝে কুকুরের হুঙ্কারে কেঁপে উঠে গারর্মেন্টস'র দেয়াল,
কাজ করে চলছে হাত থেমে নেই
তবুও কুকুরের গালি যেন কার্তুয হয়ে হানতেছে
ললনার বুকে?
.
ললনার কিছু বলার নেই ভ্যাবাচ্যাকা হয়ে আছে
চোখে নোনাজল খেলা খেলছে,
আমি সদ্য নতুন তাছাড়া আমি পুরুষ
তাই লালসার শিকার নই।
.
শুধু এইটুকু বলব গারর্মেন্টস'র সুপারভাইজার,ইনচার্জ,জিএম
এক প্রকার কুকুর,
কুকুরদের হাতে গারর্মেন্টস 'র যাবতীয় কাজ পরচালিত হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।