ভূত এলো ভূত
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ভূত এলো ভূত
খাবে সব কিছু,
এই বলে ভূত সোনা মনির ধরলো পিছু।
.
সোনা মনি বড়ই চালাক
ভূতের গলায় লাগালো ধরি
ভূত ব্যাটা ভয়ে কাঁদে
আহ্ কি জ্বালায় মরি।
.
ভূত ক্ষমা চায় নিবে না তার আর পিছু
জলদি আমায় ছেড়ে দাও চাইনা আর কিছু,
সোনা মনি দেয় তারে পেদানি
মা মা করে ভূত ব্যাটা করে শুধু কাঁদানি।
.
অবশেষে ভূত ব্যাটা পায় ছাড়া
দৌড়ে পালিয়ে যায়,
সোনা মনি হাসিতে হয় আত্মহারা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।