শিশির - সবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মন চায় তোমার হাতে হাত রেখে হারিয়ে যায় দূর অজানায়
কিন্তু সেই সাহস যে আমার নেই হে শিশির কন্যা,
তোমার শিশিরে নিজের উষ্ণতা কে ম্লান করতে পারবো না
তুমি শিশির আমি উষ্ণ সবিতার পুত্র
কেমনে তোমার সনে আমার বনিবনা হয় বলো হে শিশির কন্যা
তুমি তো আমার উষ্ণতা কস্মিকালেও ম্লান করতে পারবে না?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।