পাখীর ছানার চোখে রাত্রি
- অরুণ কারফা

যেভাবে যায় কালবৈশাখী ফিরে
দাপটের সঙ্গে আপন নীড়ে
তা দেখতে চাঁদ ওঠে আকাশে
আধ ফালি হয়ে দিনের শেষে।

তখন মনে হয় গাছপালা সব
না শুনতে পেয়ে পাখীর কলরব
ঝিমিয়ে পড়েছে রাতের আগে
জোনাকি না জ্বলে ঊঠলেও বাগে।

এই রকম এক নীরব লগ্নে
আধোজাগা আধোঘুমন্ত স্বপ্নে
বাড়ী ফিরে পাখি ঢুলু ঢুলু চক্ষে
জড়িয়ে ধরলে ছানাকে বক্ষে
সে তখন ভাবে জ্যোছনায় মৃদু
মা দিচ্ছে তার মুখেতে মধু
আর নীড়টাই সমগ্র দুনিয়া
যা কিনা তুলনায় অদ্বিতীয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-০৫-২০১৪ ১২:২৩ মিঃ

ছন্দ সমৃদ্ধ কবিতা ভালো হয়েছে।
তবে আরো ভালো করার প্রত্যাশা করছি বন্ধু।