বাটে পেয়েছি
- কবির সরদার
বাটে পেয়েছি এবার তোমায় বাটে পেয়েছি,
আমার বাড়ির ঘাটায় কেন তুমি এসেছ?
কেন তুমি এ পথের দূর্বা ঘাসগুলো ভেঙ্গেছ?
কেন তুমি বাটা জুতো পায়ে দিয়ে হেঁটেছ?
এবার বাটে পেয়েছি আমি বাটে পেয়েছি।
আমার ঘাটের পানি তুমি ঘোলা করেছ,
নতুন টিনের বাড়ি কেন তুমি গড়েছ?
কেন তুমি বড় ঘরে মেয়ে বিয়ে দিয়েছ!
এবার তোমায় বাটে পেয়েছি, বাটে পেয়েছি ।
আমার বাড়ির পাশে কেন জমি কিনেছ?
কেন তুমি বাড়ি যাওয়ার এ পথ করেছ?
কেন তুমি গাঁয়ে, সবার সাথে ভাব করেছ?
এবার তোমায় বাটে পেয়েছি বাটে পেয়েছি,
মনের যত ক্ষোভ ছিল সব ঢেলেছি।
তোমায় আমি বাটে পেয়েছি বাটে পেয়েছি॥
(১০/০২ /২০১৮)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।