ইয়াং ডেভিট
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ইয়াং ডেভিট
.
........ফাইয়াজ ইসলাম ফাহিম
.
ইয়াং ডেভিট
চমকে উঠে মাশরাফির কান্ড দেখে,
মাশরাফি খেলেই চলছে
হাঁটুর ইঞ্জুরির রক্ত মেখে।
.
ইয়াং ডেভিট
ভেবে পায়না হবে মাশরাফির কি,
বারংবার হাঁটুর সমস্যা হয়
তবুও বেঁচে আছে দেখি?
.
ইয়াং ডেভিট পাগল বলে
দেয় উপাধি,
মাশরাফি তবুও খেলা ছাড়ে না
যা হবার হবে আর কি।
.
মাশরাফির এমন কথা শুনে
ইয়াং ডেভিট কয়,
বাংলাদেশ ক্রিকেটের
সৈনিক তুমি হবে না তোমার কখনো ক্ষয়?
.
১৪/০২/২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।