পাগলাটে যোদ্ধা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
পাগলাটে যোদ্ধা
.
......ফাইয়াজ ইসলাম ফাহিম
হে পাগালাটে যোদ্ধা
হে মাশরাফি
তোমায় ভেবে ভেবে
চিন্তার জগতে অস্থিরতা বেড়ে চলছে?
.
আহ্ কি দক্ষযজ্ঞ চলছে
আমার চিন্তার জগতে
যা কহতব্য নয়।
.
তুমি জাঁকজমক জীবন
বেঁচে নিতে কেন পারো না,
আর কত দিবে দেশেকে
অনেক তো দিয়েছো
ধারণার বাইরে হে পাগলাটে যোদ্ধা?
.
যুদ্ধ করতে করতে তো
জীবনটাই শেষের পথে,
এবার একটু থমকে দ্বাড়াও
হে প্রিয় পাগল যোদ্ধা।
.
নিজেকে সুখে রাখো
আত্মার সুখ অনেক নিয়েছো,
এবার নিজের শরীরের কে দাও
আর কত রক্তমেখে যুদ্ধ করবে।
তোমার এ পাগল ভক্তের যে
এই কষ্ট আর সহ্য হয় না?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।