কবে তোমায় দেখবো!
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কবে তোমায় দেখবো হে মাশরাফি
তোমার জন্য মন আমার করছে দাফাদাফি,
মাশরাফি কবে দেখবো তোমায়
পাগল মন বোঝে না খোঁজে তোমায় সময়-অসময়।
.
আমার কিছু নেই কি দিবো
তোমায় ইনাম,
তবুও তোমায় ভালবাসি
তুমি দিবে কি তার দাম?
.
তোমার জন্য দিতে পারি এ প্রাণ আহুতি
তবু তোমায় দেখতে চাই,
পূরণ করতে চাই মম
মনের আকুতি?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।