মাশরাফি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মাশরাফি শেষ করতে পারব না
তোমার প্রশংসা,
তুমি বাংলাদেশ ক্রিকেট যা দিয়েছো
আর এমন আছে কেবা?
.
তোমার মতো বাংলাদেশ ক্রিকেট কে
দিতে পারেনি আর কেউ,
তাই তোমায় নিয়ে উপহাস করে
কুকুরের মত করে ঘেউ ঘেউ।
.
মাশরাফি তুমি মহান
বাংলাদেশ ক্রিকেট কে নতুন পথ দিয়েছো
তা তোমারি যে দান।
.
তুমি না থাকলে বাংলাদেশ ক্রিকেট দল
চলতো না স্বচ্ছ পথে,
তোমার অনুপ্রেরণা আর সততায়
বাংলাদেশ ক্রিকেট দল স্বর্গীয় রথে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।