মাশরাফি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মাশরাফির কোন দর্প নেই
তার আছে শুধু ভালবাসা,
সেই ভালাবাসা মানুষ কে দিয়ে
তার জীবন করেছে খাসা।
.
মাশরাফির উদার মন
করে নাকো জারিজুরি,
তার ভালবাসা পাওয়ার আশে
সকল মানুষের মন করে উড়াউড়ি।
.
মাশরাফির মন পরিষ্কার
তাই তো বঙ্গদেশে
নিজের মত করে
ভালবাসা করেছে আবিষ্কার।
.
মাশরাফি দর্প ভাঙ্গার হাতিয়ার
তার মত শুঁচি মনের
নেই যে আর কোন খেলোয়াড়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।