দেশ প্রেমিক
- ফাইয়াজ ইসলাম ফাহিম
দেশ প্রেমিক মাশরাফি
.
........ফাইয়াজ ইসলাম ফাহিম
.
দেশপ্রেমিক মাশরাফি
গড়েছে সম্মানের ইমারত,
তার ইমারত ভাঙ্গতে খু্ঁজো নাকো
বিপথ?
.
দেশপ্রেমিক মাশরাফি
সম্মানের ইমারত,
তার সম্মান আজীবন থাকবে
তিনি যে সৎ।
.
দেশপ্রেমিক মাশরাফি
রক্ত,ঘাম,দিয়ে ইমারত গড়েছে,
তার ভিত্তি নড়া সহজ নয়
বিধাতার নজর যে পড়েছে?
.
দেশ প্রেমিক মাশরাফি
নয় তো মামুলি,
তার ভিত্তি ভেঙ্গেছো
এই ভেবে করো নাকো কোলাকুলি
.
নচেৎ তোমার আসল- নকল
সব যাবে জলাঞ্জলি,
দেখাও না মেকি শক্তি
হয়ে বাহুবলী?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।