বুকে ব্যথা (ভাবনাগুলো- ১)
- উত্তম চক্রবর্তী ২০-০৪-২০২৪

মনের মাঝে অনেক রকম ভাবনা করে খেলা,
কোনটা রেখে কোনটা ধরি ভেবে না পায় বেলা।

সবসময়ে ভাবনাগুলো ছুটাছুটি করে,
আপনমনে আসা যাওয়া সুখেদুঃখে নড়ে।

রাত দুপুরে ঘুম ভেঙে যায় বুকে ব্যথা পেয়ে,
ঘর্মাক্ত তাই শরীর হল ভয় যে পেয়ে গিয়ে।

এপাশ ওপাশ করি শুধু কারণ খুঁজতে থাকি,
ভাবনা তবে আসে মনে হার্টের ব্যথা নাকি!

হঠাৎ বুঝি মনে হল ব্যায়ামে টান পড়ে,
তাইতো ব্যথা ফিরতে লাগে বুকের পাশে ওরে!

সাথে সাথে বন্ধ হল ঘাম ঝরা ও চিন্তা,
ভুল ভাবনা ও কেড়ে নিবে জীবন তবে বৃথা।

সহজ ভাবে নিতে হবে ভাবনা আছে যতো,
তবেই মোরা বাঁচবো সুখে চলার পথে ততো।


তাং- ০৫/০২/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।