লক্ষ্যভ্রষ্ট (ভাবনাগুলো- ২)
- উত্তম চক্রবর্তী ২০-০৪-২০২৪

যাচ্ছি কোথা যাবো কোথা ভাবনা এলোমেলো,
যাচ্ছি এদিক যাচ্ছি ওদিক রঙ তামশায় কালো।
চলার পথে সঠিক দিকের নির্দেশনা নেই,
লক্ষ্যভ্রষ্ট জীবনযাত্রা অনিশ্চিত সেই।

দিনে দিনে গড়ছে মানুষ আকাশচুম্বী যত,
সত্যিকারের চিন্তা ভাবনা করছে শুধু ক্ষত।
উন্নয়নের দিগ্বিজয়ে হচ্ছে একাকার,
খাঁচার মতো বন্ধী জীবন করছে তবে পার।

ভাবনারা সব উড়ে চলে যখন যেমন চাই,
মুক্ত তারা স্বাধীন ভাবে স্বকীয়তায় তাই।
আকাশ বাতাস চন্দ্র সূর্য নিয়ম মেনেই চলে,
নিয়ন্তারই নিয়ম যেন মানুষ ভেঙে ফেলে।

লক্ষ্যস্থলে যেতে হলে লক্ষ্যে মগ্ন রবে,
গন্তব্যতে পৌঁছে যাবে অনায়াসে তবে।
সত্য ন্যায়ে জীবন গড়ি থাকবেনা আর বাঁধা,
ভাবনা সবি খেলা করুক নিরবধি সাধা।


তাং- ০৭/০২/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।