প্রেম
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিল
সবার প্রিয় মাশরাফি,
এক সময় তার মনে প্রেম দিল উঁকি
কোনবা কারণে কোন ছলে মেয়ে দিল প্রেম ফাঁকি।
.
হঠাৎ তার মনে নতুন করে প্রেম পাখি উঠল ডাকি
ভিক্টোরিয়া কলেজের সহপাঠি সুমনার সনে
তার বনিবনা হয়,
এক- দুই করতে
প্রেমের টানে তাদের বিবাহ হয়।
.
নতুন জীবন শুরু হয়
সকল বাধা বিপত্তি করে,
তবুও তার খেলার বিপর্যয় হয় নি
তার খেলা নতুন করে উঠে হেসে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।