মৃত সব প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - ভালোবাসা প্রেমের কবিতা

মৃত সব প্রেম
==========
লাশ কাটা ঘড়ে।
লাশের ভিরে।
সাদা কাফনে ঢাকা, কফিনের ভিরে।
পরে আছে আজো সে বেওয়ারিশ হয়ে।


প্রেমিকের আর্তনাদ।
হয় কি কখনো প্রবাদ?
খোঁজে না কেহ তারে।
লাশ পচা গন্ধ ছড়ায় বারে বারে।



কেহ চিনে না তাহারে।
বার বার প্রেমে দগ্ধ তার লাশ।
জিবিত হয়ে নেয়না শ্বাস।
শোনেনা কারো পরিহাস।

প্রেম আজ মৃত ইতিহাস।



প্রেম তার ছিলো নাকো নষ্ট।
তবু কেনো পেতে হল কষ্ট।
এই প্রশ্ন করতে পারেনি কাউকে।
আজ পৃথিবী চিনে নিক ওকে।



তার লাশটা পড়ে আছে।
সাদা কাফনে ঢাকা।
এই শহরে প্রাণ আছে অনেক।
তবু শহরটা ফাকা।




চারদিকে এতো মানুষ।
তবু বদ্ধ ঘড়ে সবাই একা।
কেউ কারো খোজ নেয় না।
তাই আজো লাশ ঘড়ে কত বেওয়ারিশ লাশ কাঁদে।
কতনা প্রেম মরে যায় নিরবে।



কত জীবিত মানুষ মরে যায়।
বেচে থাকে সে রোবটের মতো।
জীবিত দেহে প্রাণ থাকে একা।
মন তার লুকিয়ে থাকে দূরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।