নগর কবি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - দেশ প্রেম কবি প্রেম ২০-০৪-২০২৪

নগর কবি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
========
এই নগরের কবি,
তোমাকে দেখেছি আমি নাগরিক জীবনের ভাবনায়।
দেখেছি রৌদ্রের মিছিলে।
এই শহরের ওলিতে গলিতে।
দেখেছি তোমায় রাজপথে
শ্লোগানে মগ্ন তুমি।



দেখেছি তোমাকে।
বায়ান্নর ভাষা আন্দোলনকারীদের মিছিলে।
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
এই স্লোগানে ঝলসে উঠা তোমার চিবুক।
তোমার কন্ঠে বারুদের ঝংকার।
বজ্রকন্ঠী আওয়াজ তুলছিলে বার বার।





তোমাকে দেখেছি কবি।
দেশ মাতার সন্তানরূপ প্রতিছবি।
একাত্তরে তোমার হাতে রাইফেল।
তুমি বারুদের গন্ধে তখন উচ্ছসিত।
তোমার বুকে বাংলা মায়ের প্রেম লালিত।




কবি তোমাকে দেখেছি।
দেখেছি ধুলোমাখা শহরের রাস্তায়।
দেখেছি নুর হোসেনের বুকে।
বার বার তুমি কলম ধরেছো।
বার বার তুমি মরেছো।





কবি তোমাকে দেখেছি বাংলার পথে প্রান্তরে।
তোমাকে দেখেছি শহরের রাস্তার মোরে।
তোমাকে দেখেছি চায়ের কাপে আড্ডাবাজ দের ভিড়ে।
তোমাকে দেখেছি ক্লান্ত বিকেলে রাস্তার ধারে।




কবি তোমাকে দেখেছি।
বই মেলাতে কবিতা হয়ে ছুটছিলে তুমি।
কবিদের মুখে, প্রাণে, আত্মার মাঝে।

নতুন বইয়ের ঘ্রাণে,
কবিতা প্রেমিক পাঠকের প্রাণে।
কবি তোমাকে দেখি তারুণ্য জাগরিত গানে।
তোমাকে দেখেছি মিছিলের স্লোগানে।
বজ্রকণ্ঠি নেতার ভাষণে।
কবি তুমি সবখানে।
কবি তুমি মানুষের প্রাণে।
বেচে থাকার আহবানে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 6টি মন্তব্য এসেছে।

hasan9999
১৮-০২-২০১৮ ২৩:৫৪ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর

hasan9999
১৭-০২-২০১৮ ২৩:৪৩ মিঃ

সুন্দর লেখা

almamun1996
১৭-০২-২০১৮ ০৮:১৯ মিঃ

ধন্যবাদ কবি



সুদীপ্ত বিশ্বাস

sudiptabiswas
১৭-০২-২০১৮ ০৪:৩৩ মিঃ

কি সুন্দর"

sudiptabiswas
১৭-০২-২০১৮ ০৪:২৭ মিঃ

সুন্দর "

almamun1996
১৭-০২-২০১৮ ০৩:০৫ মিঃ

কবি তোমাকে দেখেছি বাংলার পথে প্রান্তরে।
তোমাকে দেখেছি শহরের রাস্তার মোরে।
তোমাকে দেখেছি চায়ের কাপে আড্ডাবাজ দের ভিড়ে।
তোমাকে দেখেছি ক্লান্ত বিকেলে রাস্তার ধারে।