বিপ্লবের জয়গান
- অরুণ কারফা
উঠবে তুফান ছুটবে ঝড়
বিপ্লবে যা হয় বরাবর
দেখতে দেখতে হুড়মুড় করে
পড়বে ভেঙে তাসের ঘর।
কুৎসিত যা আছে সমাজেতে
দেখব আমরা পরদিন প্রাতে
গুঁড়ো গুঁড়ো হয়ে প্রায় সব কিছুই
মিশে গেছে ঐ ধূলির সাথে।
ধ্বংস হলে সব দৈত্য দানা
হাসবে নতুন হাসনুহানা
পেট পুরে পাবে মানুষগুলো
অনেক দিন পরে দুমুঠো খানা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।