তোরা কি কেউ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোরা কি কেউ পাগল ক্রিকেটার
দেখেছো যে ক্রিকেট কে ভালবাসে
দেশেকে ভালবাসে।
.
যে হাঁটুর মাঝখানে
কাপড়ের গিট্টু বেঁধে মাঠে নামে,
রক্ত পড়ে মাটি রঙ্গীন হয়ে যায়
ন্যাংড়া পা নিয়ে খুঁড়িয়ে খুড়িয়ে
বল করে।
.
তোরা কি কেউ বঙ্গ
দেশে এমন খেলোয়াড় দেখেছো,
ইঞ্জিরি- টুঞ্জুরি উপেক্ষা করে
পা আজীবনের মত পঙ্গু হবে
এই কথা শুনে যে ক্রিকেট খেলে
দেশের জন্য, এমন খেলোয়াড় কি
কেউ দেখেছো?
.
যার প্রতিদিন সকালে ঘুম থেকে
উঠতে কষ্ট হয়,
পায়ের অসহ্য যন্ত্রণা নিয়ে কাতরায়
তবুও সে ক্রিকেট খেলে
এমন কোন খেলোয়াড় কি তোরা কি কেউ দেখেছো।
.
যে নিজের জীবনের কথা না ভেবে
নিজের ভবিষ্যত না ভেবে
দেশের সম্মান রক্ষার্থে
খোঁড়া পা নিয়ে বল করে
জয় ছিনিয়ে আনে
তোরা কি কেউ এমন খেলোয়াড় দেখেছো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-০২-২০১৮ ১৭:৫১ মিঃ

সুন্দর। বেশ ভালো লাগিলো প্রিয়