অনুপ্রেরণা দাতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে ম্যাশ
এ ভাবে আর নিজেকে করো নাকো শেষ,
তুমি যে অনুপ্রেরণা দাতা
তোমার জন্য সৎ পথে এসেছে অনেক ভ্রাতা।
.
হে ম্যাশ তোমার রক্ত
আর কত দেখব,
মাটিও তোমার রক্ত যে পান করতে চায় না
তবে এভাবে রক্ত ঝড়াও কিসে?
.
বঙ্গ দেশেকে দিয়েছো যা
অন্য মানুষ সিকি অংশ দেয়নি তা,
তুমি যে দিয়েছো সম্মান
বঙ্গ মায়ের রুখেছো অপমান।
.
আর কি দিতে চাও
তোমার পঙ্গুত্ব চাই না আমি হে ম্যাশ,
তুমি পঙ্গু হলে যে
বাংলার যুবাদের অনুপ্রেরণা পঙ্গু হবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।