এসো মিলেমিশে একাকার হয়ে যাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম
এসো মিলেমিশে একাকার হয়ে যাই,
তোমার উদরে
ভালবাসার স্টিমরোলার চালাই
এসো মিলেমিশে একাকার হয়ে যাই।
.
তোমার জরায়ুতে আমার ভালবাসার
স্বপ্ন বুনতে চাই,
অন্ডকোষে ভালবাসা জমে আছে
ওরা যে আর ভাল নেই।
.
এসো মিলেমিশে একাকার হয়ে যাই
তোমার আমার ভালবাসা কে
মানুষ বানাতে চাই।
.
এসো মিলেমিশে একাকার হয়ে যাই
এ ধরাকে নতুন করে
তোমার- আমার ভালবাসা দিয়ে সাজাই?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।