স্বপ্নরাজা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে মাশরাফি তুমি
সকল যুবাদের মাঝে স্বপ্ন করেছো বপন,
তুমি যে স্বপ্নরাজা
অসুরদের বুকের কাঁপন।
.
তোমার স্বপ্নে উজ্জীবিত
কোটি যুবা প্রাণ,
হে মাশরাফি তুমি যে স্বপ্নরাজা
দিচ্ছ যে স্বপ্ন ফুলের ঘ্রাণ।
.
হে মাশরাফি তুমি যে
সকল যুবার ভালবাসা,
তোমার স্বপ্ন ফুলের ঘ্রাণ নিয়ে
করেছে যে বেঁচে থাকার আশা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।