বীর্যের ঝড় বইছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
বীর্যের ঝড় বইছে
অন্ডকোষ ফুলে যাচ্ছে,
বীর্যের অস্থিরতায়
ব্যাকুল হয়ে পড়েছে পুরো অন্ডকোষপুরী।
.
বিষম ঝড় বইছে
অন্ডকোষে সফেদ নদীর পানি
টগবগিয়ে উঠছে,
গরম লাভা প্রবাহিত হতে চাচ্ছে সফেদ
নদীর বক্ষে।
.
কোথাও কেউ নেই
বীর্যের ঝড় থামাকে কে,
বীর্য ললনার আলতো ছোঁয়ার স্পর্শ পেলে
শান্ত্ব হবে সেই পণ করেছে
কোথায় পাবো ললনা
আর কেমনে দূর হবে বীর্যের ঝড়?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।