যা হবার হবে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

চিন্ময়ে মাশরাফি ভেবেই চলছে
আমার যা হবার হয় হোক,
শুধু দেশের সম্মান চাই
কি হয়েছে হাঁটিতে স্ক্রু খুলে যাচ্ছে
যাক হাঁটুর স্ক্রু খুলে।
.
তবুও আমায় বল করতে হবে
আমার প্রতিপক্ষ খেলোয়াড় কে পর্যদুস্ত করতে হবে।
হাঁটুর ঢিলে স্ক্রু নিয়ে মাশরাফি
মোটেই চিন্তিত নয়।
.
চিন্তিত বাংলা মাকে নিয়ে
যেন কোন ক্রমেই বাংলা মায়ের মুখ মলিন না হয়,
ছেলেটা বল কোরে চলছে
টর্নেডো গতিতে?
.
যদিও পায়ের স্ক্রু ঢিল তবুও দৌড়াচ্ছে
ছেলেটার
রক্ত গড়িয়ে পড়ছে,
তবুও তার চিন্তা নেই।
.
তার চিন্তা শুধু একটাই
দেশের যেন সম্মান না যায়,
বঙ্গমাতার মুখ যেন মলিন না হয়
এই ভেবে পাগল ছেলেটা বল করেই চলছে?
.
মাশরাফির বোলিং এ ভেঙ্গে যায়
প্রতিপক্ষের ডেরা,
তবুও সে বোলিং করেই চলছে
প্রতিপক্ষের হয় না যেন আর বাড়ি ফেরা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।