কবির প্রেম সরোবরে গোসল করকে চাও কিসে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কবির প্রেম সরোবরে গোসল করতে চাও কিসে হে তিলোত্তমা কন্যা,
কবির প্রেম সরোবরে রুপ- যৌবন সব হারাবে দুচোখে আসবে তোমার কান্না।
.
তুমি তো জানো তোমার কবি বেকার
কবিতার সনে প্রেম করে স্বপ্ন তার বেঁচে থাকার।
.
কবির প্রেম সরোবরে
গোসল করে শুধু পাবে মেকি আনন্দ,
ক'দিন না যেতেই
প্রেম সরোবর নিয়ে
অন্য অঙ্গনার সনে হবে তোমার দ্বন্দ।
.
তুমিও তো জানো তোমার কবি প্রেমিক পুরুষ
প্রেম তার কবিতার খাদ্য,
তোমার কবি প্রেমে আছে বলেই
কবিতায় বাজে তার প্রেম বাদ্য।
.
ওহে তিলোত্তমা অঙ্গনা ভুলে যাও তোমার কবিরে
নচেৎ লাজ- শরম
সব কিছু প্রেম সরোবরে খোয়াবিরে?
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

২০-০২-২০১৮ ১৭:৪২ মিঃ

ধন্যবাদ কবি স্নিগ্ধা

২০-০২-২০১৮ ১৭:৩১ মিঃ

কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ, তাকে বরন করতে হয় যা সুন্দর তাই দিয়ে
-কবি নজরুল

২০-০২-২০১৮ ১৭:২৯ মিঃ

কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ, তাকে বরন করতে হয় যা সুন্দর তাই দিয়ে
-কবি নজরুল

২০-০২-২০১৮ ১৭:০৮ মিঃ

কবির প্রেম সরোবরে গোসল করতে চাও কিসে হবে। দ্রুত টাইপিং করতে.. সমস্যা