কবিতার হাড়
- ফাইয়াজ ইসলাম ফাহিম

অন্ধাকার প্রকোষ্ঠে
শুয়ে ভাবছি প্রিয়তমা কবিতার কথা,
কেমন আছে আমার কবিতা?
.
কবিতার মাজার হাড় কি স্বার্থপর হলো
আমার জন্য,
আমি আসবো বলে
কবিতার মাজার হাড়ও বেঁকে আছে?
.
ভেবেছিলাম সবাই স্বার্থপর
আমার কবিতা হয়তো নয়,
কিন্তু, কবিতার মাজার হাড়ও্
বড় স্বার্থপর।
.
নিজেকে শান দিতে বেঁকে বসলো
আমি যেন আসতে না পারি কবিতার কাছে,
জানি না কবিতা কেমন আছে
হাড়ের যাতনায় কতটা কাতরাচ্ছে
শুধু এইটুকু বলবো ভাল থেক কবিতা।
.
২২/০২/২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।