দুটি শব্দ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মেঘের পালকে দুটি
শব্দ লিখে দিয়েছি
তোমায় ভালবাসি।
.
হে মেঘের পালক
পরীকে তোমার পালক দুটো দিও,
সে যে আমার অপেক্ষায়
হয়ে আছে উদাসী?
.
হে মেঘের পালক পরীকে দিও
মেঘের পালক দুটি,
নচেৎ আমার প্রেম তারকা হয়ে
নীলিমার বুকে যাবে ছুটি্ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।