যাযাবর জীবন
- ফাইয়াজ ইসলাম ফাহিম
যাযাবর জীবন হয়েছে সখী মোর
আমার জন্য
খুলে রাখো না আর ভালবাসার দোর্,
.
উদাস মন ভালো লাগে না কিছু
কে যেন মন কেড়েছে
ছাড়ছে না মনের পিছু।
.
তুমি সখী ভুলে যাও
আমায় দাও মুক্তি,
অন্য কোন পুরুষের সনে
তোমার মনের করে নাও্ চুক্তি?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।