দেশ গড়ার স্বপ্ন
- অরুণ কারফা
অনেক হল হাত কচলানো
চল এবার হাত ধরি
নতুন ভাবে পণ করে
নবোদ্যমে দেশ গড়ি।
যে দেশেতে সকাল হলে
উঠবে সূর্য নতুন ভাবে
ছিনে জোঁকেদের অবর্তমানে
সকলে স্বস্তিতে নিঃশ্বাস নেবে।
যেখানে উঠলে পুর্ণিমায় চাঁদ
মনে হবে সব কিছু তার জ্যোছনায়
আর্থিক ভাবে সমান বরাবর
পার্থক্য নেই কারো ক্ষমতায়।
সেই দেশ আছে সবার স্বপ্নে
একথা অনস্বীকার্য
লড়াই করে তা গড়তে গেলে
ধরতে হবে ধৈর্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।