প্রেম মানে কি পাগলামি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ২৭-০৪-২০২৪

প্রেম মানে কি পাগলামি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন


প্রেম মানে না কোন আঈন
প্রেম মানে না কোন শাসন বারণ।


প্রেম দুটি মনের পরিপক্ষ পাগলামি।
প্রেম মানে তুমি আর আমি.।
আচ্ছা প্রেম মানে কি তুমি?
প্রেম মানে আমার অগোছালো ভাবনা।
আমি তুমি।
এই আমাদের মুক্ত ডানামেলা ভাবনা।


প্রেম মানে রোদেলা দুপুরে।
জোসনা নামে ভ্রান্ত পুকুরে
স্নিগ্ধ তোমাতে মিশে থাকা।
পাশে বসে তোমাকে দেখা।
প্রেম মানে কি পাগলামি?
প্রেম মানে ভাবনাতে শুধু তুমি।


নাকি আমি আর তুমি মিলে এক ভাবনা।
প্রেম মানে মনের সাধনা।
প্রেম মানে কি?
প্রেম মানে না কোন সীমানা।
এইতো প্রেম?
সেটা তুমি পাগলামি বললেও ভুল হবে না।
ধরেই নিলাম আমি।
প্রেম মানে পাগলামি।


প্রেম মানে নষ্ট চিন্তা না হয় বলে কেউ।
কারো মনে শান্ত ভালোবাসার ঢেউ।
প্রেম মানে হবেই পাগলামি।
মিশে যাবো এই ভাবনাতে তুমি আর আমি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

almamun1996
২৪-০২-২০১৮ ১৯:৫৫ মিঃ

প্রেম মানে কি পাগলামি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
প্রেম মানে না কোন আঈন
প্রেম মানে না কোন শাসন বারণ।
প্রেম দুটি মনের পরিপক্ষ পাগলামি।
প্রেম মানে তুমি আর আমি.।
আচ্ছা প্রেম মানে কি তুমি?
প্রেম মানে আমার অগোছালো ভাবনা।
আমি তুমি।
এই আমাদের মুক্ত ডানামেলা ভাবনা।
প্রেম মানে রোদেলা দুপুরে।
জোসনা নামে ভ্রান্ত পুকুরে
স্নিগ্ধ তোমাতে মিশে থাকা।
পাশে বসে তোমাকে দেখা।
প্রেম মানে কি পাগলামি?
প্রেম মানে ভাবনাতে শুধু তুমি।
নাকি আমি আর তুমি মিলে এক ভাবনা।
প্রেম মানে মনের সাধনা।
প্রেম মানে কি?
প্রেম মানে না কোন সীমানা।
এইতো প্রেম?
সেটা তুমি পাগলামি বললেও ভুল হবে না।
ধরেই নিলাম আমি।
প্রেম মানে পাগলামি।
প্রেম মানে নষ্ট চিন্তা না হয় বলে কেউ।
কারো মনে শান্ত ভালোবাসার ঢেউ।
প্রেম মানে হবেই পাগলামি।
মিশে যাবো এই ভাবনাতে তুমি আর আমি।