দৃষ্টির অগোচরে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে মাশরাফি তুমি মম দৃষ্টির অগোচরে
তবুও তোমায় নিয়ে চিন্তায় থাকি
থাকি খুব ডরে,
তোমায় নিয়ে ভাবি প্রতিক্ষণ
তুমি কি ভাল থাকো সর্বক্ষণ?
.
চিন্তার জগতে তোমায় খুঁজে পাই
তোমায় নিত্য দেখি,
নিত্য তোমার সনে কথা বলি।
কিন্তু, কখনো বাস্তবে কথা বলা হয়ে উঠে না
আমি যে মামুলি।
.
তোমার নিরাকার দেহ এসে বলে
আমি শ্রীঘ্রই তোমার সনে দেখা করবো,
কিন্তু দেখা আর হয় না
কতবার যে বললে চিন্তার জগতে নয়
বাস্তবে আসবো?
.
কিন্তু কখনো তো তোমায় বাস্তবে দেখতে পারি না
আমার যে সেই সাধ্য নেই,
তবুও বলো
তোমার সনে দেখা করবো শ্রীঘ্রই।
.
জানি না তোমার শ্রীঘ্রই কথা কবে সত্যি
হবে আমার জন্য,
তবুও আশায় থাকি
যদি কোনদিন তোমার শ্রীঘ্রই কথা
সত্যি হয়ে দাঁড়ায়?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।