শুশ্রূষা করেই চলছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বঙ্গ ক্রিকেটের শুশ্রূষা করেই চলছে ম্যাশ
শত কষ্ট নিয়েও সংযতচিত্তে
খেলেই চলছে নিজেকে করে শেষ।
.
একটু মদগর্ব নেই
তারে ভেবে মাঝে মাঝে কিংকর্তব্যবিমূঢ় হয়ে
বসে থাকি!
.
ম্যাশ কি চায়, নিজের কথা একবারেও কিসে ভাবে না
নিজের কষ্ট কি তার ক্রিকেট খেলা দূর করে,
নিজের মন কে বারংবার প্রশ্ন করি।
.
হাঁটুর যন্ত্রণায় কাতরাবে কিসে
সে কিনা খেলার জন্য কাতরায়,
ম্যাশ পাগল নয়তো
আসলে, ম্যাশ ক্রিকেট পাগল।
.
তার চিন্ময়ে ক্রিকেট বাস করে
তার কাছে দুঃখ - যন্ত্রণা কিছু নেই,
তার সব থেকে বড় দুঃখ
ক্রিকেট খেলতে না পারা।
.
তাই সে সব সময় ভাল খেলতে চেষ্টা করে
আর প্রতিদান স্বরূপ পায় জয়,
আসলে বঙ্গ দেশের প্রত্যেক খেলোয়াড়ের উচিৎ
মাশরাফির মত পাগল হওয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।