তোমার জন্য ( লিরিক্স)
- অন্তলীন আমি

তোমার জন্য নীল তারারা মিছে আলো জ্বালে,
তোমার জন্য অনুভূতি বাচে অলীক স্বপ্নজালে।
তোমার জন্য ভাবনাগুলো সজাগ রাত্রীদিন,
তোমার জন্য তোমার মায়ায় আমি অন্তলীন।

তোমার জন্য মিটিমিটি জোনাকি
মিছিমিছি আলো জ্বালে,
তোমার জন্য অযথাই কবিতা
শব্দজট অন্তরালে।
তোমার জন্য নির্ঘুম রাত ছায়া সঙ্গীহীন,
তোমার জন্য তোমার মায়ায় আমি অন্তলীন।

তোমার জন্য ভীষন পাগলামো
শিরায় শিরায় বাচে,
তোমার হাতের শীতল স্পর্শ
ভীষণ আমার কাছে।
তোমার জন্য জোছনা রাতে আমার অনেক ঋণ,
তোমার জন্য তোমার মায়ায় আমি অন্তলীন।

(তোমার জন্য)
ফেব্রুয়ারি ২৬,২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।