বিজলী বেগে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ক.
বিজলী বেগে চলছে রেগে মাশরাফির বল
শত্রুর আক্রোশ নিমিখেই করে জল,
মাশরাফির বলে ঠাঁই পায় না শত্রুপক্ষ
মাশরাফি যে সেরা খেলেয়াড়
বঙ্গ ক্রিকেটারদের মাঝে দক্ষ।

খ.
মাশরাফি ঝড় বইছে ক্রিকেট মাঠে
মাশরাফি ঝড়ে যেন কবে শত্রুর বাঁধ ফাঁটে,
শত্রুপক্ষ আৎকে আছে মাশরাফির ঝড় দেখে
তারা কিছুই করতে পারে না
হা- হুতাশ করে চোখে- মুখে রাগ মেখে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।