মহাযোদ্ধা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

অর্থগৃধ্নু খেলোয়াড় নয় মাশরাফি
সে যে ভালবাসার খেলোয়াড়,
ভালবাসার আশে মাঠে ক্রিকেট খেলে
সঙ্গে নিয়ে ক্রিকেট তলোয়ার।
.
মাশরাফি ক্রিকেট যোদ্ধা
ক্রিকেট তলোয়ার নিয়ে ক্রিকেট খেলে
হয়ে মহাযোদ্ধা।
.
মাশরাফির একটি বল হয়ে উঠে তলোয়ার
অসুরদের দমন করে
সঙ্গে যত্ত আছে তাদের ফলোয়াড়।
.
মাশরাফি মহাযোদ্ধা জানে ক্রিকেট বিশ্ব
অনেক ক্রিকেট্ অসুর দমন করেছে,
করেছে তাদের নিঃস্ব।
.
মাশরাফি আজীবন বেঁচে থাকবে
ক্রিকেটের মহাযোদ্ধা হয়ে,
বিধাতার কাছে অর্চনা করি
যায় না যেন সে কভু ক্ষয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।