উপহাস
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মাশরাফি কে নিয়ে যারা করে উপহাস
তারা কখনো মানুষ হতে পারে না
হয়তো বন্য জানোয়ার খাটাশ।
.
মাশরাফি কে নিয়ে উপহাস করো না
মাশরাফি ভালবাসার নাম,
মাশরাফির মাঝে লুকায়িত করা আছে
বঙ্গ দেশের সুনাম।
.
মাশরাফি কে নিয়ে উপহাস করো না
হও্ তার পাবন্দ,
নচেৎ নিজেই উপহাসিত হবে
হিংসার অনলে চোখ হবে তোমার অন্ধ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।