নারীতে স্বর্গ নরক
- ফাইয়াজ ইসলাম ফাহিম
নারীতে স্বর্গ
নারীতে নরক
নারীতে সুর- অসুর
নারীতে খুঁজে দেখ স্বর্গ নয় বেশি দূর।
.
নারীতে ধর্ম
নারীতে কর্ম
নারীতে মর্ম
নারীতে দর্প
নারীতে কাল সর্প
নারীতে অপকর্ম।
.
নারীতে ঈমান
নারীতে বেঈমান
নারীতে ব্যামো
নারীতে আরাম।
.
নারীতে আধার
নারীতে কালো
নারীতে শরম
নারীতে গরম,
নারীতে ইহকাল- পরকাল
নারীতে সকল জঞ্জাল।
.
নারীতে পুষ্টি
নারীতে সৃষ্টি
নারীতে মিষ্টি
নারীতে সকল কিছু
নারী আছেই বলে
আমরা পুরুষ হয়ে
ধরতে পারি তাদের পিছু?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।