বিধাতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মন চায় না তবুও বেঁচে আছি
বিধাতা আমার কষ্ট দেখে করে নাচানাচি,
বিধাতা মহাখেলোয়াড়
বিধাতায় ত্রাস
বিধাতা শয়তান লালল- পালন করে
মানব বক্ষে শয়তান করে চাষ।
.
বিধাতার কাছে ঢাল -তলোয়াড়
বিধাতার কাছে মানব চাবি,
বিধাতা মানুষ নিয়ে খেলে
পূরণ করে তার মনের দাবি।
.
বিধাতায় ধর্মের মূল
বিধাতায় ধর্মের বিভেদকারী,
বিধাতায় মানুষ নিয়ে খেলে
সৃষ্টি করে মারামারি।
.
বিধাতায় প্রাণ দাতা
বিধাতায় প্রাণ হরণকারী,
বিধাতার সনে তাই
করো নাকো কেউ বাড়াবাড়ি
নচেৎ বিধাতা তোমার সনে করবে আড়ি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-০২-২০১৮ ১৯:৫৩ মিঃ

নচেৎ বিধাতা তোমার জীবন নিবে কাড়ি...ব্যবহার করা যেতে পারে