পরার্থে জীবন গড়া
- অরুণ কারফা
সখী, আমারে তুমি মুগ্ধ করেছ
জীবের প্রতি তোমার ভালবাসা দেখিয়ে
আমি কি পারিনা ত্যাগ করতে পরার্থে
তোমার মত নিজেরে বিলিয়ে।
আমি কি পারি না রজনীগন্ধার মত
চতুর্দিকে সুরভি ছড়িয়ে
বিচ্ছিন্ন হয়েছে যে দুটি জীবন
দিতে একসাথে তাদের মিলিয়ে।
পারলে হয়ত জীবনটাই হত
অনেক বেশী সহজ সরল
বুঝতে পারতাম কতটা আলাদা
আসলের থেকে মেকী নকল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।