প্রলোভন
- সোহরাব হোসেন - অণুকাব্যের মেলা ০২-০৫-২০২৪

হাসিতে কী মধু, ফুরায় না সে জাদু!
কপালেতে টানা ভাঁজ;
ঈষৎ লুকানো সলাজ চোখেতে জেগেছে মধুমাস।

বুধবার, পতেঙ্গা
২১ ফেব্রুয়ারি, ২০১৮ ইং।
#AllureSmile

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

robinbdbuet
০১-০৩-২০১৮ ১৮:১৫ মিঃ

হাইকু একধরনের সংক্ষিপ্ত জাপানি কবিতা। তিনটি পংক্তির সংক্ষিপ্ত পরিসরে একটি মুহূর্তে ঘটিত মনের ভাব প্রকাশ করা হয়। সাধারণত একটি ছবি বর্ণনা করার জন্য হাইকু লিখিত হয়।