ভাবনা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মাশরাফি কে ভাবতেই কেমন জানি থরহরিকম্প
শরীরের লোম দাঁড়িয়ে যায়,
মাশরাফি কে ভাবতেই কেমন জানি মস্তিষ্কে উন্মাদনা
বিরাজ করে।
.
মাশরাফি কে ভাবতেই কেমন জানি
দন্ত কিরমিরিয়ে উঠে,
মাশরাফি কে ভাবতেই জানি
গলা শুকিয়ে যায়।
.
মাশরাফি কে ভাবতেই কেমনে জানি
এ্যালভিওলাস শুকিয়ে যায়,
মাশরাফি কে ভাবতেই
নিজেকে হারিয়ে ফেলি কোন অজানায়।
.
মাশরাফি নামটা শুনলে
চিন্ময় জগতে অন্ধকার নেমে আসে,
ছেলেটা কেমন করে খোঁড়া হাঁটু নিয়ে বল করে
তা ভাবতে থাকি
কিন্তু কোন ক্রমেই ভাবনার ক্ষয় হয় না।
.
ভাবনা ক্রমে ক্রমে বেড়েই চলছে
প্রিয় খেলোয়াড় মাশরাফি কে নিয়ে
জানি না ভাবনার অবসান হবে কবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।