মন চুন্নী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মন চুন্নী
মনটা আমার কই,
মনটা আমায় ফিরিয়ে দাও
করো নাকো মন নিয়ে আর হইচই।
.
মন চুন্নী
মনে মাখিয়েও না প্রেমের কালি,
মনটা আমার বড্ড প্রেমকাতুরে
একটুতে যায় গলি।
.
মন চুন্নী
মনটাকে করো আদর যতন,
মনটা আমার কাছে
হীরা- মানিক- রতন।
.
মন চুন্নী
মনটা আমায় ফিরিয়ে দাও,
চাই না তোমার মৃন্ময় কায়া
তোমার মেকি প্রেমে হারাতে চাই না মম হায়া।
.
মন চুন্নী
মন নিয়ে আর করো নাকো জারিজুরি,
তোমার প্রেমের উষ্ণতা
মন যাবে পুড়ি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।