মুখোশে আমায়
- শাওন সারথি

তোমায় নিয়ে গুম হয়ে যাব
যোজন যোজন দূরে।
লক্ষ কোটি তারার মেলায়
আকাশ পাতাল ফুঁড়ে।
জানবেনা কেউ বুঝবেনা কেউ
কোথায় আছি আমরা?
চুপটি মেরে ঘাপটি গেড়ে
থাকবো একই কামরা।
আসবনা আর এই পৃথিবীর
মিথ্যে কথার শহরে।
ফুটলে ফুটুক রক্ত পলাশ
রিক্ত সিক্ত প্রহরে!
আমার তাতে যায় আসে না
মুখোশ ভরা মানুষ,
দিনে সাজায় মুখোশ রঙে
রাতে উড়ায় ফানুস!
গুম হয়ে যাব ওই শহরে
জল কেলিতে ছবি,
গদ্য পদ্যে আঁকবো দুজন
এক মুখোশেই কবি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।