হে মাহামুদা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে মাহামুদা হে আমার মনের রাণী
তুমি তো জানো না
মম হৃদয়ে কিসের ঝড় বয়।
.
তোমায় বড্ড মনে পড়ে
সময়- অসময় ক্ষণে ক্ষণে,
তোমার কেশ,তোমার অবয়ব
পেন্ডুলামের মত কোরে দুলছে
চোখের সামনে।
.
তোমার কেশের সুঘ্রাণে মাতোয়ারা হচ্ছি
তোমায় ভালবাসতে ইচ্ছে করে,
কিন্তু, পারি না তুমি যে কার
তোমার পাগল মন হতে চায় সবার।
.
তুমি কবে হবে আমার অর্ধাঙ্গিনী
কবে হবে আমার প্রেমাস্পদা
কবে হবে আমার বাচ্চার মা
এই ভেবে আমি উন্মাদ হয়ে যাচ্ছি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।