ভালবাসার ফ্যাক্টরি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মাশরাফি ভালবাসার ফ্যাক্টরি
.
মাশরাফি ভালবাসার ফ্যাক্টরি
ভালবাসা করে উৎপাদন,
তার ভালবাসায় কোন ক্রুটি নেই
হে ক্রিকেট পাগল জনতা তার ভালবাসা কে করো যতন।
.
মাশরাফির ভালবাসা কিনতে যদি চাও
ভালবাসা বিনিময় করে ভালবাসা নাও,
মাশরাফির ভালবাসার পিএইচ আছে ঠিক
মাশরাফির ভালবাসা পেলে সতেজ থাকবে হবে নাকো সিক।
.
মাশরাফি ভালবাসা করে নাকো রপ্তানি
মাশরাফি তার ভালবাসা দিয়ে
বিদেশ থেকে করে আমদানি।
.
মাশরাফি ভালবাসার ফ্যাক্টরি
ভালবাসা তৈরি করা তার কাজ,
ভালবাসা দিয়ে করতে চায়
বঙ্গ মায়ের মাতার তাজ?
.
মাশরাফির ভালবাসা নিয়ে করো নাকো হেলা
দিন- দুপুরে চোখে দেখবে না
হারিয়ে ফেলবে চোখের আলা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।