হে আল্লাহ্ আমায় রহমত দাও
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে আল্লাহ তুমি আমায় রহমত দাও
আমার পানে একবার ফিরে চাও,
হে আল্লাহ্ ভাল নেই আমি
আমি তো তোমার কাছে নই দামী।
.
তবুও এ বান্ধা তোমার চায় রহমত
যদিও আমার ভাগ্য কমবখত,
হে আল্লাহ মার্জনা করো মোরে
তোমার রহমতের সূর্যের ছায়া দাও মোর ঘরে।
.
হে আল্লাহ্ করো না মোরে নিরাশ
তুমি ছাড়া আর আর কেউ নেই
তুমি যে শেষ আশ।
.
হে আল্লাহ করো না আর মোরে নিয়ে খেলা
রহমত যদি না দাও নিভে দাও
মম জীবনের আলা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।