পথ প্রদর্শক
- প্রবীর রায়

মানবতার পথ প্রদর্শক, বিধাতার দূত নানক,
দুঃখ থেকে মুক্তিদাতা,প্রেম বিলানোর জনক,
নানক নামের অর্থ হল,দুঃখের সাথে বাস,
আনন্দে পরিপূর্ণ জীবন,ঈশ্বরে প্রেম বারোমাস,
শিক্ষা গ্রহণে শিক্ষালয়ে,করেন গম্ভীর প্রশ্ন,
হদিশ পাইনা গুণবান পণ্ডিত, চমকধারী বসনও,
পিতার আদেশে গরু-মহিষে,চড়ান জঙ্গল-মাঠে,
প্রেম আচারে পশুও প্রেমিক, বদল সদয়ের ঘাটে,
সমাজের কলুষ উজ্জ্বল করতে,দয়ার ভিড়ে সহানুভূতি হিতে,
নির্মল হৃদে বুকে টানলে,গৃহস্থ ছেড়ে ধর্মজ্ঞান দিতে,
সর্ব দেশের সর্ব কোণে,হিন্দু-মুসলিম তীর্থ স্থানে,
যাত্রা করেছেন ধর্ম প্রচারে,ঈশ্বর এক সর্ব ওপরে,
অমর বাণী-গীতের ছন্দে,সর্ব ধর্মের মানুষ জমে,
তৈরি করেছেন বাদ্যযন্ত্র, রবারের যাদুই মূর্খ দমে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-০৩-২০১৮ ২২:১৫ মিঃ

গুরু নানক মানবতার সেবক